মাত্র ২ মিনিটে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন

মাত্র ২ মিনিটে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন

২০২৫ সালে এসে বর্তমানে জন্ম নিবন্ধন যাচাই খুব সহজতর হয়ে গিয়েছে। বর্তমানে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই অনলাইনে মাধ্যমে ঘরে বসে খুব সহজে করা যায়। আমাদের মধ্যেই অনেকেই রয়েছেন যারা কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করতে হয় এ সম্পর্কে জানেন না। তবে আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম   সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো ও এর পাশাপাশি জন্ম নিবন্ধন সম্পর্কে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানাবো।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অবশ্যই আপনার চেক করার জন্ম নিবন্ধন সনদটি অবশ্যই অনলাইন সংস্করণে থাকতে হবে। সদ্য জন্ম নেওয়া ও ২০০০ সালের মধ্যে জন্ম নেওয়া বাংলাদেশি নাগরিকদের জন্ম নিবন্ধন অনলাইন সংস্করণে পাওয়া যায় তবে অঞ্চল ভেদে জন্ম নিবন্ধন কিছু অঞ্চলে অনলাইন সংস্করণে পাওয়া যায়  না। যদি নিন্মের সকল ধাপ অনুসরণ করে আপনার আপনার জন্ম নিবন্ধনের তথ্য না আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্ম নিবন্ধন অনলাইন সংস্করণে নেই। এক্ষেত্রে আপনাকে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে। তবে এবার কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় জেনে নেওয়া যাক।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার দুইটি তথ্যের প্রয়োজন হবে। দুইটি তথ্য:

  1. জন্ম তারিখ (বছর-মাস-তারিখ)
  2. জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিট) অবশ্যই অনলাইন সংস্করণে থাকতে হবে।

নিন্মের উপস্থাপিত ধাপ সমূহ অনুসরণ করে কোডের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই জানুন:

ধাপ ১: জন্ম নিবন্ধন ওয়েবসাইট প্রবেশ করুন

আপনার কম্পিউটার বা মোবাইল এর যে কোন ব্রাউজারে অ্যাড্রেস বারে টাইপ করুন everify.bdris.gov.bd বা জন্ম নিবন্ধন যাচাই  এ ক্লিক করে সরাসরি জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর প্রদান করুন

ধাপ ১ এর তথ্য অনুসরণ করলে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার ডিভাইসে (কম্পিউটার বা মোবাইলে) নিচের ছবির মতো একটি ফর্ম প্রদর্শিত হবে।

উপরোক্ত ফর্মে থাকা ” জন্ম নিবন্ধন নম্বর বা Birth Registration Number”  ঘরে আপনার  অথবা আপনি যার জন্ম নিবন্ধন যাচাই করবেন তার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি প্রদান করুন।  তবে উল্লেখ্য যে, জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে সঠিক নম্বর লিখতে হবে নয়তো তথ্য প্রদর্শিত হবে না।

ধাপ ৩: ফরমে জন্ম তারিখ প্রদান করুন

ধাপ ২ অনুযায়ী জন্ম নিবন্ধন নম্বর লেখার পর,এই ধাপে আপনাকে জন্ম নিবন্ধন এর তথ্য অনুসরণ জন্ম তারিখ প্রদান করতে হবে। উদাহরণ হিসেবে নিম্নের ছবিটির লক্ষ্য করুন:

অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন এর জন্ম তারিখ প্রদান করতে হবে বছর-মাস-তারিখ হিসেবে। উদাহরণ: ২০০২-১২-২২। ভুল জন্ম তারিখ উল্লেখ করলে প্রকৃত ফলাফল প্রদর্শিত হবে না।

ধাপ ৪: ক্যাপচা সমাধান করুন

উপরে জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর ও জন্ম তারিখ সঠিক ভাবে প্রদান করার পর শেষ ধাপে আপনাকে ক্যাপচা সমাধান করতে হবে।

ক্যাপচা সমাধান খুব সহজ আপনি The answer is এর উপরের বক্সে অঙ্ক (Mathematics) দেখতে পাবেন এটির প্রকৃত ফলাফল The Answer is এর নিচের বক্সে লিখতে হবে। উদাহরণ: 21+9 =? থাকলে সঠিক উওর বক্সে 30 লিখতে হবে ইংরেজি ভাষায়।

ধাপ:৫ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান

ফরমে সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হলে আপনি ফর্মে থাকা সকল তথ্য আপনার জন্ম নিবন্ধন এর সাথে পুনরায় একবার মিলিয়ে নিন ও ক্যাপচার সমাধানটি সঠিক কিনা যাচাই করুন। যদি সকল তথ্য ও সঠিক থাকে তাহলে আপনি  Search বাটনে ক্লিক করুন। উদাহরণ হিসেবে নিচের ছবিটি লক্ষ্য করুন:

ধাপ ৬: জন্ম তথ্য যাচাই করণ

Search বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচে উপস্থাপন করার ছবিটির মধ্যে ফলাফল প্রদর্শিত হবে:

উপরে প্রদর্শিত জন্ম নিবন্ধন সনদে আপনার বা যার জন্ম নিবন্ধন নম্বর আপনি চেক করেছেন সেটি সঠিক রয়েছে কিনা মনোযোগ দিয়ে যাচাই করুন।

উল্লেখ্য যে, সকল প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সার্চ করার পর যদি “Record  not found” এমন লেখা আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে নিম্নের যেকোনো একটি সমস্যা হয়েছে। যেমন:

  • জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল নয় অর্থাৎ জন্ম নিবন্ধন সনদটি অনলাইন সংস্করণে নেই।
  • জন্ম নিবন্ধন সনদটি নকল।
  • সকল তথ্য পূরণ করার সময় আপনি কোথাও ভুল করেছেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন সনদ যাচাই কপি বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার কোন অপশন না থাকলেও আপনি যদি চান তাহলে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য “জন্ম নিবন্ধন সনদ ফলাফল স্ক্রিনে থাকা অবস্থায় কম্পিউটার থেকে CTRL+P একসাথে প্রেস করলে Print to PDF অপশন থেকে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন কিংবা অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কপি প্রিন্ট করে রাখতে পারেন।

জন্ম নিবন্ধন যাচাই সংক্রান্ত প্রশ্নের উত্তর

জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে আমাদের বেশ কিছু প্রশ্ন থেকে থাকে যার কারনে আপনারা অনেকেই অনলাইনে বেশ কিছু প্রশ্ন অনুসন্ধান করে থাকেন। নিন্মে এসকল প্রশ্ন উপস্থাপন করা হয়েছে।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক

১৭ ডিজিটের কোড নম্বর ব্যবহার করে আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন https://everify.bdris.gov.bd এর মাধ্যমে। এক্ষেত্রে আপনাকে উপরের উপস্থাপন করা ৬টি ধাপ অনুসরণ করতে হবে সঠিক ভাবে।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে হবে। এজন্য আপনাকে জন্ম নিবন্ধন অফিসের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ everify.bdris.gov.bd এ প্রবেশ করে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে ও সার্চ করতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই yyy mm dd কি?

জন্ম নিবন্ধন যাচাই yyy mm dd হলো জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন তথ্য অনুযায়ী জন্ম তারিখ প্রদান করার প্রদান করার একটি ধাপ। yyy এর অর্থ বছর,mm এর অর্থ মাস ও dd এর অর্থ দিন অর্থাৎ তারিখ।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

সরকার কর্তৃপক্ষ জন্ম নিবন্ধন যাচাই অনলাইন কোন apps প্রকাশ হয়নি। একমাএ everify.bdris.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে জন্ম নিবন্ধন যাচাই অনলাইনে চেক করা যায়।

জন্ম নিবন্ধন ফি কত টাকা

জন্ম নিবন্ধন ফি কত তা সম্পূর্ণ নির্ভর করে বয়স ও কি বিষয়ে ফি প্রদান করতে হবে এর উপর নির্ভর করে। নিন্মে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে

বাবদ ফিটাকা
বয়স ০ থেকে ৪৫ দিন পর্যন্তফ্রি
বয়স ৪৫ দিনের পর থেকে ৫ বছর বয়স২৫ টাকা
বয়স যদি ৫ বছরের উপরে হয়৫০ টাকা
জন্ম তারিখ ছাড়া যদি পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ইত্যাদি তথ্য সংশোধনের প্রয়োজন৫০ টাকা
তথ্য সংশোধনের প্রয়োজন১০০ টাকা
বাংলা ও ইংরেজি  উভয়ইভাবে তথ্য সংশোধনের পর বা সনদের কপি পেতেফ্রি

হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার উপায়

হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য আপনাকে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে ও নির্ধারিত ফি প্রদান করতে হবে। সাধারণত ৩ কার্য দিবস থেকে ১৫ কার্য দিবসের মধ্যে আপনার হাতে লেখা জন্ম নিবন্ধন অনলাইনে রূপান্তরিত হবে। অবশ্যই অনলাইন সংস্করণে রূপান্তরিত হবার পর চেক করে নিবেন।

জন্ম নিবন্ধন যাচাই এর অ্যাপস কোনটি?

বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য কোন অ্যাপস চালু করেনি। তবে গুগল প্লে স্টোরে যে সকল জন্ম নিবন্ধন যাচাই করার অ্যাপস লক্ষ্য করা যায় তা কেবল মাএ ওয়েবসাইট। 

১৬ ডিজিটের (নম্বরের) জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

১৬ ডিজিটের (নম্বরের) জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন সনদের শেষের যে ৫টি ডিজিট রয়েছে পূর্বে 0 যুক্ত করে নিতে হবে। তাহলেই ১৭ ডিজিটে রূপান্তরিত হবে ও আপনি অনলাইনে যাচাই করতে পারবেন। 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে কোন অর্থ খরচ করতে হয় না। তবে আপনি যদি কোন কম্পিউটার সার্ভিস দোকান থেকে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করেন এক্ষেত্রে তিনি ১০ টাকা থেকে ৫০ টাকা চার্জ করতে পারেন। তবে আপনি উপরের সকল ধাপ অনুসরণ করে ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

মোবাইল দিয়ে কি জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ অবশ্যই, মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায় এক্ষেত্রে আপনার মোবাইল ফোনে অবশ্যই একটি ব্রাউজার থাকতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই করবেন কেন?

জন্ম নিবন্ধন যাচাই করার বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন:

  • বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে শুরু করে ১৮ বছর পর্যন্ত অনেক প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান চেয়ে থাকে অনলাইন জন্ম সনদ। এক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল অর্থাৎ অনলাইন সংস্করণে আছে কিনা এটি জানা অবশ্যই প্রয়োজন।
  • যদি অনলাইনে জন্ম নিবন্ধন সনদটি না পাওয়া যায় তাহলে সেটি নকল জন্ম নিবন্ধন সনদ হিসেবে পরিচিতি লাভ করে।
  • নতুন ভোটার আইডি কার্ড তৈরি করতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন সনদের তথ্যের উপর ভিত্তি করে ভোটার আইডি কার্ড প্রদান করা হয় এক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদটির তথ্য অবশ্যই যাচাই করা প্রয়োজন।

শেষ কথা

জন্ম নিবন্ধন সনদ প্রতিটি মানুষের একটি গুরুত্বপূর্ণ সম্পদ,যা প্রতিটি দেশ তাদের দেশের নাগরিকদের বিনামূল্যে প্রদান করে থাকে। তবে এই সম্পদটি আসল কিনা যাচাই করা খুবই প্রয়োজন কারণ বর্তমান সময়ে প্রতিটি ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। তবে প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি, কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *